সোমবার, ২৬ জুন, ২০১৭

সোনালু বা বাদরলাঠি


সোনালু বা বাদরলাঠি নাম শুনেনি এমন মানুষ খুব কমই  আছে । বাংলাদেশসহ পৃথিবীর প্রায় সব জায়গাতেই সোনালু দেখা যাই । সোনালু মাঝারি ধরনের বৃক্ষ । তবে পুরনো হলে অনেক বড় হয় ।  সোনালুর অনেক ঔষুধি গুন রয়েছে  । বিশেষ করে ব্যথা বা পেট ব্যথা ইত্যাদি রোগ নিরাময়ে সোণালূ ব্যবহার করা হয় । অনেক দেশে সোনালু রাস্তার পাশে শোভা বর্ধ্ণ করার জন্য ব্যবহার করা হয় । বসন্ত কাল সোনালু হ্লুদ রঙের ফুল ফোটে । যা অনেক প্রকৃতি প্রেমিদের আকষর্ন করে ।


সোনালুর ফুল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পায়রা

ছোট থেকে আমার খুব শখ ছিল আমি পায়রা পালন করব । কিন্তু টাকা , জায়গার জন্য তেমন সুযোগ হচ্ছিল না । গ্রামে বাসা তাই আমাদের অনেক কিছু মেনে চ...