বাগান

                       বাগান তৈরি-Gardening

                               

বাগান তৈরি করার ইচ্ছা সব দেশের সব জাতির মানুষের মধ্যে রয়েছে। এটি শুধু মানুষের সুন্দর মনের প্রকাশ কর না, ব্যাক্তিত্ত প্রকাশ করে। বিশেষত বাসা বাড়ির সামনে বাগান থাকলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক গুনে। তাই প্রত্যেক রুচিশীল মানুষ তাদের বাসার সামনে বাগান তৈরি করে থাকে। ইচ্ছা করলে আপনিও আপনার বাসায় বাগান তৈরি করতে পারেন। বাগান তৈরী করার কিছু নিয়ম আছে যা আপনার বাগান কে আরো সুন্দর করে তুলবে। 

                              

আসুন হালকা ভাবে জেনে নেই কিভাবে আমরা সুন্দর ভাবে একটি বাগান তৈরি করতে পারি। প্রথমে আমাদের বাগান তৈরি করার জন্য জায়গা নির্বাচন করতে হবে। বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাসার সামনে বাগান তৈরি করা সব থেকে ভাল। তবে আপনার ইচ্ছা অনুযায়ী বাগান তৈরি করতে পারেন। বাগান তৈরি করার জন্য বর্গাকার জায়গা হলে অনেক ভাল হয়। এতে সুন্দর ভাবে লাইন করে ফুলের বা আপনার ইচ্ছা অনুযায়ী গাছ লাগানো যায়। 


বাগান বিভিন্ন ভাবে তৈরি করা যায়। অনেকে অনেক ভাবে তাদের বাগান সাজায়। কেউ ফুলের বাগান তৈরি করে আবার কেউ তদের ইচ্ছামত । অনেকে আবার বিলুপ্ত প্রজাতির গাছ সংরক্ষিত করার জন্য বাগান তৈরি করে। যাই যেভাবে বাগান তৈরি করুক না কেন বাগান যে সৌন্দর্যের প্রতিক তা শিকার করতে হবে। 

                                       

বাগান করার আগে ভাল করে মাটি চাষ করে নিতে হবে। যাতে মাটিতে কোন রকম আগাছা না থাকে। এর পর ভালো করে জৈব সার দিয়ে মাটিকে উর্বর করে নিতে হবে এতে করে বাগানে শক্তি বহুগুনে বৃদ্ধি পাবে। মাটি ও জায়গা প্রস্তুত করার পর কিছুদিন জায়গা ফেলে রাখতে হবে। এতে করে মাটির বিষাক্ত পর্দাথ দূর হয়ে যাবে।

 বাগানে গাছ লাগানোর পুর্বে ভাল মানের গাছ বাছায় করতে হবে। যদি বীজ বপন করা হয় তাহলে ভাল করে বীজতলা তৈরি করতে হবে যাতে সব বীজ ভালোভাবে অঙুর হয়। বীজের বয়স ৩৫ হলে লাগানো সব চাইতে ভাল। অনেক সময় বীজের 

ফুলের বাগানের ক্ষেত্রে, যেহেতু বিভিন্ন ফুল বিভিন্ন সময় ফোটে তাই বাগানের এক পাশে সুন্দর করে বীজতলা তৈরি করে রাখা ভাল এতে করে ঝামেলা অনেক কমে যায়। গাছ বড় হতে থাকলে বেশি করে যত্ন নেওয়া উচিত। অনেক সময় গাছে পোকার আক্রমন হয় ফলে গাছ অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।

বাগান তৈরি করার আগে কিছু প্রয়োজনীয় tools কিনে রাখতে হবে। এতে পরে সমস্যায় পরতে হয় না। বাসা বাড়িতে বাগান তৈরি করার অনেক রকম উপকরণ পাওয়া যায়। যেগুলো আপনার বাগান কে আরো সুন্দর সহজ করে তুলবে। প্রয়োজনীয় তথ্য থাকলে বাগান তৈরি সহজ হয়।  এতে করে ঝামেলায় পরতে হয় না। আশা করি আপনার বাগান অনেক সুন্দর হোক।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পায়রা

ছোট থেকে আমার খুব শখ ছিল আমি পায়রা পালন করব । কিন্তু টাকা , জায়গার জন্য তেমন সুযোগ হচ্ছিল না । গ্রামে বাসা তাই আমাদের অনেক কিছু মেনে চ...